AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘পতিতা পল্লী উচ্ছেদকারীদের শিরচ্ছেদ করা উচিত’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২২ - ২০১৪ | ৭: ৪৯ অপরাহ্ণ

33466_image_91570_0

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, টাঙ্গাইল থেকে পতিতা পল্লী উচ্ছেদকারীদের শরিয়াহ আইন জারি করে শিরচ্ছেদ করা উচিত। তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ফোনে এসেছে আমার কাছে। তারা জানতে চেয়েছে- তোমাদের ওখানে কেন ক্রমাগত এগুলো হচ্ছে। কি জবাব দেব এর। সৌদি আরবে যেমন শিরচ্ছেদ আইন আছে, আমাদের এখানেও এটা করা দরকার। যারা এগুলো (পতিতা পল্লী) উচ্ছেদ করেছে সেখানে শরিয়াহ আইন জারি করে তাদের শিরচ্ছেদ করা উচিত। আজ সচিবালয়ে আন্তমন্ত্রণালযের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে গণমাধ্যমের কঠোর সমালাচনা করে তিনি বলেন, এমন আইন করা হচ্ছে যে তাদের কোন স্বাধীনতা থাকবে না। সভার শুরুতে মন্ত্রী বলেন, নারায়গঞ্জে খুনের ঘটনার বিভৎস চিত্র ইলেকট্রনিক মিডিয়াগুলো ৫ থেকে ১০ সেকেন্ড করে বার বার দেখাচ্ছে। এটা দেখিয়ে তারা মানুষকে উত্তেজিত করছে।  তিনি বলেন, ৫ থেকে ৭টি লাশ নিয়ে টেলিভিশনগুলোতে যা ইচ্ছা তাই দেখানো হচ্ছে। আপনারা সিএনএন, বিবিসি দেখেন! বড় বড় ঘটনার বিভৎসতা কি সেখানে দেখানো হয়?

আরো সংবাদ