AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সরকারী জায়গা লীজ নিয়ে ভুমি অফিসে দু’পক্ষের হাতাহাতি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২২ - ২০১৪ | ৩: ২১ অপরাহ্ণ

10367189 885790421436453 1629263511148598367 n2

10367189_885790421436453_1629263511148598367_nবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ নতুন বাজারে বাসিয়া নদীর চর লীজ দেওয়া নেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে হাতির ঘটনা ঘটেছে। এসময় কানঙ্গ লাঞ্চিত হন। গতকাল বিকেলে উপজেলা ভুমি অফিসে লীজ নেওয়ার পক্ষে যুবলীগ নেতা সুন্দর আলী ও শানুর আলী এবং বিপক্ষে যুবলীগ নেতা শামীম আহমদ ও আব্দুল আজিজ সুমন গংদের মধ্যে এ ঘটনাটি ঘটে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা সদরের বাসিয়া নদীর তীর নতুন বাজারস্থ (ফল ও সবজি বাজার হাট) বাজার উন্নয়ন কাজ বন্ধ রেখে একটি পক্ষ লীজ নেওয়ার পায়তারা করে আসছে। এর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী একাধিক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসককের কার্যালয় থেকে উপজেলা ভূমি অফিসকে বিষয়টি নিয়ে লিখিত প্রতিবেদন পাঠাতে বলা হয়।
প্রত্যেক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ভূমি অফিসে উপস্থিত হয়ে লীজে পক্ষে প্রতিবেদন দিতে কাননঙ্গকে সুন্দর আলী গংরা বলেন। এসময় লীজের বিপক্ষে থাকা শামিম আহমদ গংদের সাথে সুন্দর আলী গংদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় কাননঙ্গের সাথে একটি পক্ষের কর্তবির্তক হয়েছে এমনটা প্রত্যেক্ষদর্শীরা বললেও কাননঙ্গ মোঃ ইসমাঈল তা অস্বীকার করেছেন।
এব্যাপারে যুবলীগ নেতা শামিম আহমদ বলেন, একটি প্রভাবশালীমহল সরকারী জায়গা লীজের পায়তারা করে আসছে। আমরা এর প্রতিবাদে বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছি। আজ (সোমবার) সুন্দর আলী গংরা ভূমি অফিসে গিয়ে কাননঙ্গকে তাদের পক্ষে তদন্ত প্রতিবেদন দিতে চাপ প্রয়োগ করে এবং আমাদেরকে গালিগালাজ করতে তাকে। এসময় আমরা এসব কর্মকান্ডের প্রতিবাদ করি।
এব্যাপারে গতকাল রাত সাড়ে ১১ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সুন্দর আলীর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ