AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গাজার পথে পথে লাশের সারি : ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২১ - ২০১৪ | ১: ১৯ পূর্বাহ্ণ

‘‘হামাসের হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহত : ১৩ জনের কথা স্বীকার ইসরাইলের’’
10416582_10152597849251742_7086020308468145665_n
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০-এ পৌঁছেছে। গাজার রাস্তায় রাস্তায় পড়ে আছে বহু লাশ। হাসপাতালগুলো ভরে গেছে আহত ফিলিস্তিনি নারী-শিশু-পুরুষে। আন্তর্জাতিক নানা মহলের উদ্যোগ- আহ্বানও ইসরাইলি বর্বরতাকে থামাতে পারছে না। এ দিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, তারা এক মেজরসহ ১৭ ইসরাইলি সেনা হত্যা ও বেশ কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে। গাজায় হামাস বিরোধী অভিযানকালে রোববার ১৩ সৈন্য নিহত হবার কথা স্বীকার করেছে ইসরাইল। ২০০৬ সালের পর কোন যুদ্ধে এবারই একদিনে তাদের সবচেয়ে বেশি সেনা নিহত হলো বলে ইসরাইলি সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত সৈন্যরা ইসরাইলের গোলান ব্রিগেডের সদস্য ছিল। মানবাধিকার সংস্থা রেডক্রসের অনুরোধে গতকাল বিকালের দিকে দুই ঘণ্টার জন্য গাজায় মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। তবে সময় শেষ হওয়ার আগেই ইসরাইলি সেনারা আবার হামলা শুরু করে। খবর আলজাজিরা ও বিবিসি।
গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া জেলায় গতকাল ভোর থেকে বিরামহীনভাবে ট্যাংকের গোলাবর্ষণ শুরু করে ইসরাইলি সেনারা। একটি মিনিটের জন্যও গোলাবর্ষণ বন্ধ করছে না তারা। রোববার সেহরি শেষে যখন ফজরের আজান হচ্ছিল, তখনো ট্যাংকের গোলা ও ভারী মেশিনগানের গুলি অনবরত ছুটছিল। আজানের শব্দ ছাপিয়ে গোলার শব্দই শোনা যাচ্ছিল। শুজাইয়ার একজন বাসিন্দা আলজাজিরাকে বলেন, সেখানে নির্বিচার গণহত্যা চালানো হচ্ছে। রাস্তায় রাস্তায় লাশের সারি পড়ে আছে। জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, শুজাইয়া থেকে রোববার ভোরে কয়েক ডজন লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। কিন্তুঅব্যাহত গোলাগুলির কারণে অনেক লাশ উদ্ধার করা যাচ্ছে না। সাবাহ মামলুক (৪০) হাসপাতালে এসেছেন তার মা ও দুই মেয়েকে নিয়ে। তিনি এএফপিকে বলেন, বিরতিহীনভাবে সব জায়গায় গুলি চলছে। শুজাইয়ার মতো অন্য জেলাতেও একইভাবে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
গত শুক্রবার রাতে গাজা উপত্যকায় চার শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। তাদের লাশ দাফ

আরো সংবাদ