AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে এম.এ হকের বাসায় চকলেট বোমা বিস্ফোরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৭ - ২০১৪ | ১২: ৫৪ পূর্বাহ্ণ

M A Hoque1

M-A-Hoque1-150x150সিলেট মহানগর বিএনপি’র সভাপতি এম এ হকের বাসায় চকলেট বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ৪০ মিনিটের সময় নগরীর যতরপুরস্থ হকের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি বোমা বিস্ফোরণ করে। এম এ হক পবিত্র ওমরাহ পালনে দেশের বাইরে রয়েছেন।
এম এ হকের পারিবারিক সূত্র জানায়,বাসার সবাই এ সময় পবিত্র তারাবীহর নামাজ আদায় করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসার জানালা, গার্ডেন ও গেইট লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা তিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। শব্দ শুনে তারা বাসার বাইরে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে, তারা বোমার স্প্লিন্টার দেখতে পান।

সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি আতাউর রহমান জানান, এম এ হকের বাসায় তিনটি চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। বাসার চারপাশে পুলিশ অবস্থান করছে বলে জানান তিনি।

আরো সংবাদ