AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৫ - ২০১৪ | ১: ৪৫ অপরাহ্ণ

54418_gaza2

মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল। অপরদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সশস্ত্র বাহিনী তা নাকচ করে দিয়েছে। বিবিসি এ খবর জানিয়েছে।
মিসরের দেয়া ওই পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহব্যাপী সহিংসতার পর আজ মঙ্গলবার থেকেই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
প্রস্তাবটির বিষয়ে আজ সকালেই ইসরাইয়েলে নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা একটি আলোচনায় বসে। সেখানে ভোটের মাধ্যমে এ প্রস্তাবের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদিকে গাজা এখনও এ প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তাবে ‘আত্মসমর্পণের’ ধারা দেখিয়ে তা নাকচ করেছে।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানায়, গাজায় আট দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

আরো সংবাদ