AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত রিও

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৩ - ২০১৪ | ১০: ২৪ অপরাহ্ণ

53800_1-1
বিশ্বজুড়ে প্রায় একশো কোটি টেলিভিশন দর্শক আজ রিওর মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে।
জার্মানি যদি আজ জিততে পারে তারাই হবে দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ী কোনো ইউরোপীয় দল।
তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি সর্বশেষ বিশ্বকাপের ট্রফি জিতেছিল ১৯৯০ সালে। আর আর্জেন্টিনা ২৮ বছর আগে ১৯৮৬ সালে।
রিওর মারাকানা স্টেডিয়ামে ৭৯ হাজার দর্শকের সামনে দুই দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানি ফাইনালে আসে। আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছায় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে।
রিও প্রস্তুত
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটির জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছেন ব্রাজিলের কর্মকর্তারা।
রিও কর্তৃপক্ষ বলছেন, সেখানে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে ২৫ হাজার কর্মী। সামরিক বাহিনী, পুলিশ, দমকল কর্মী এবং গোয়েন্দা সংস্থাগুলোর এজেন্টদের এই কাজে মোতায়েন করা হয়েছে।
সন্ত্রাসী হামলা প্রতিরোধ, প্রতিদ্বন্দ্বী ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বন্ধ এবং বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বে থাকবে এরা।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ আজ মাঠে খেলা দেখবেন। খেলা দেখতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও।
সূত্র : বিবিসি।

আরো সংবাদ