AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রাত ১১টা ২০ মিনিটে বিশ্বকাপ সমাপনী মাতাবেন শাকিরা-সান্তানা-সাম্বা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৩ - ২০১৪ | ১০: ০৮ অপরাহ্ণ

shakira1 72222

shakira1_72222সাম্বার দেশ ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। সমাপনীতে গাইবেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা। সঙ্গে গিটারে ঝড় তুলবেন মেক্সিকোর তারকা গিটারিস্ট কার্লোস সান্তানা। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি মহারণ শুরুর দেড় ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।
এছাড়া ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরার সঙ্গে সাম্বার তালে গলা মেলাতে থাকছেন ব্রাজিলীয় শিল্পী ইভেতে সাঙ্গালো।article-2557805-1B6A0D4300000578-874_306x423
আজ রোববার বার্তা সংস্থা এএফপি জানায়, আর্জেন্টিনা-জার্মানি মহারণ শুরুর দেড় ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে সমাপনীর এ আয়োজন।
ব্রাজিলিয়ান তারকা ইভেতে সাঙ্গালোর গানের সাথে সাম্বা পরিবেশন করবে রিও ডি জেনিরোর বিখ্যাত সাম্বা স্কুল ‘অ্যাকাদেমিকোস দো গ্রান্দে রিও’।
সমাপনীতে শাকিরা ব্রাজিল বিশ্বকাপ নিয়ে তার ‘লা লা লা’ গানটি পরিবেশন করবেন।
অনুষ্ঠান শুরুর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে শাকিরা বলেছেন, ‘আমি খুবই শিহরিত।’
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শাকিরা-সান্তানা ছাড়াও থাকছে হাইতির হিপ-হপ তারকা উইক্লেফ জ্যাঁ এবং ব্রাজিলের আলেক্সান্ডার পার্সের গান।
article-2557805-1B66D60900000578-821_634x521

Aminul Haque scaled