AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নেতাকর্মীদের ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান ইলিয়াসপত্নী লুনার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৩ - ২০১৪ | ৮: ৩৯ অপরাহ্ণ

pic1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনা বলেছেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। আজো এই সরকার তাঁর কোন সন্ধান দিতে পারেনি। ইলিয়াস আলীকে কে গুম করা হল? কি অপরাধ ছিল আমার স্বামীর। তিনি বলেন, তার স্বামীর (ইলিয়াসের) সন্ধান দাবিতে আন্দেলন করতে গিয়ে বিশ্বনাথে তিন বিএনপি কর্মী নিহত হন। মিথ্যা মামলায় বিএনপির অনেক নেতাকর্মী কারাভোগ করেন। আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা যে আন্দোলনের ডাক দিবেন এতে দলীয় নেতাকর্মী ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা বিএনপির ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল হাই, বশির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, কদর আলী, সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন, বর্তমান কমিটি আহবায়ক শামছুল ইসলাম, শ্রমিকদল নেতা আনছার আলী, ফজলু মিয়া, যুবদল নেতা  সাহেল আহমদ, ছাত্রদল নেতা জিল¬ুর হক জিলু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সদস্য হাফিজ আরব খান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলাদলের সভানেত্রী পাপিয়া চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাহিদ মিয়া চেয়ারম্যান, নাজমুল ইসলাম রুহেল, সিরাজ খান, ময়নুল হক, জামাল আহমদ, আলতাব আলী, এটিএম নুর উদ্দিন, বিএনপি নেতা চন্দ মিয়া, কলমদর আলী, ডা.মাহবুব আলী জহির, মনির হোসেন, ফারুক আহমদ, আবদুল জলিল, শামিম আহমদ, শাহিবুর রহমান সালাম, আসাদুজ্জামান নুর আসাদ, আবদুর রাজ্জাক, মাছুম আহমদ মারুফ, গণি শাহ, ফয়জুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুননেহার ইয়াছমিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, নানু মিয়া, মুসলিম আলী, আবদুল লতিফ, নুরুল মিয়া, গোবিন্দমালাকার, জাকারিয়া সিকদার, যুবদল নেতা সুহেল আহমদ, সাইফুর রহমান, সাইদুর রহমান রাজু, আবদুল কাদির, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, শফিকুর রহমান, জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আলাল আহমদ, আমিনুল ইসলাম, খালেদ আহমদ, রাজু আহমদ, তারেক আহমদ খজির, শামসুদ্দিন, গিয়াস উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক মিয়া, ছাত্রদল নেতা শাহজাহান, হোসাইন আহমদ প্রবেল, তানিমুল ইসলাম, রুমেল মিয়া, মুসফিকুর রহমান শিপন, সুমন আহমদ, মোহাম্মদ আলী, রুহেল আহমদ কালু, সামছুল ইসলাম মাসুদ, কিরণ বৈদ্য, আবদুল বাছিত প্রমূখ।

আরো সংবাদ