AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সমুদ্রসীমার রায় নিয়ে নাটক করছে সরকার : মির্জা ফখরুল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১২ - ২০১৪ | ১২: ১১ পূর্বাহ্ণ

53395_Mirza

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের দেয়া রায় নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, যেখানে আমাদের দাবিকৃত ৬ হাজার বর্গকিলোমিটার হারিয়ে ফেলেছি, তালপট্টির অধিকার হাতছাড়া হয়েছে, সেখানে তারা (আওয়ামী লীগ) এ রায়কে বিজয় বলছে। মূলত তারা রায় নিয়ে নাটক করছে।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ুুদ্র জাতিগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীগোষ্ঠী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুব দলের সহসভাপতি এলবার্ট পি কস্টা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রফিক,  ক্ষুদ্র জাতির গোষ্ঠির প্রতিনিধিদের মধ্যে মাইকেল বি মালো, দানেশ সাংমা, বিপুল হাজং, সুপ্রা পান্থা, শুভ্রা, মিলন ওরাং, কলোস্টিন, অঞ্জন চিছাম, নির্ভয় দাশ ও সংগঠনের মহাসচিব অধ্যাপক মার্শেল এম চিরান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। এই সরকার জনগনের সমর্থনহীন একটি অবৈধ সরকার।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম মাইলামের লেখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তাদের একদলীয় মুখোশ উন্মোচিত হয়। তারা গণতন্ত্রী নয়, একদলীয় শাসনে বিশ্বাসী। দুই দিন আগে ইউএস অ্যাম্বেসেডর মাইলাম তার একটি লেখায় বলেছেন, বাংলাদেশে বর্তমানে একদলীয় শাসনের দিকে যাচ্ছে।
নতুন নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার যাতে দীর্ঘস্থায়ী না হতে পারে, তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এদের মেনে নেয়া যাবে না। গত পাঁচ বছর তারা দুর্নীতি, দলীয়করণ, হাজার হাজার কোটি টাকার ব্যাংকিং খাতসহ পূঁজিবাজার থেকে লুটপাট করেছে। পদ্মাসেতুর অর্থায়ন সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক প্রত্যাহার করে নিয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর প্রকল্পে নাম-ঠিকানাবিহীন প্রতিষ্ঠানকে কাজ দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখন নিজস্ব অর্থায়নে ওই সেতু নির্মাণে নামে এমন সব প্রতিষ্ঠানকে কাজ দেয়া হচ্ছে, যাদের কোনো ঠিকানা নেই।
ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সব দলের অংশগ্রহনের দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য আমাদের আন্দোলন নামতে হবে। আদি জাতিগোষ্ঠির সম্পর্কে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এদেশে বাঙালি ছাড়াও ৪৫টি জাতিগোষ্ঠি বসবাস করে। বিএনপির আদর্শ হচ্ছে- এই ভূখন্ডে সকল মানুষ-জাতিগোষ্ঠি এক হয়ে বসবাস করা। সেজন্য আমরা আদি জাতিগোষ্ঠিকে গুরুত্ব দিয়ে থাকি। বিএনপিতে এই জাতিগোষ্ঠি বিকশিত হওয়া আছে। ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

আরো সংবাদ