AM-ACCOUNTANCY-SERVICES-BBB

কাঁদলেন নেইমার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১২ - ২০১৪ | ১২: ০৪ পূর্বাহ্ণ

31803_neimar

আবারও কাঁদলেন নেইমার। তবে ম্যাচ হারের দুঃখ কিংবা জয়ের উল্লাসে নয়, জীবন ফিরে পাওয়ার আনন্দে। ইনজুরিতে পড়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসলেন তিনি। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে চোখেন কোনে বারবার ফোটা ফোটা জল দৃশ্যমান হচ্ছিল। এ ছিল বেঁচে ফেরার অশ্রু। চোখ থেকে বার কয়েক পানি মুছতে দেখা যায় তাকে। অনেক কথা বলেছেন নেইমার। নিজের ইনজুরি, ঘাতক কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগা ও সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হার নিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। তবে সবচেয়ে আবেগতাড়িত হয়েছেন নিজের ফিরে আসা নিয়ে। বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদÑ তিনি আমাকে সাহায্য করেছেন। আঘাতটা যদি আর মাত্র ইঞ্চিখানেক নিচে লাগতো তাহলে আজ আপনাদের সামনে হুইলচেয়ারে করে আসতে হতো। হয়তো আমি প্যারালাইজড হয়ে যেতাম। আর হয়তো ফুটবল খেলা হতো না।’ এ সময় সেমিফাইনালে ব্রাজিলকে সঙ্গ দিতে না পারা নেইমারের চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুতে। আঙুল দিয়ে চোখ মোছেন বারবার। নেইমারকে আঘাতকারী কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আঘাতের কয়েকদিন পর জুনিগা আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার মনে হয়না আঘাতটি সাধারণভাবেই ছিল। আমি বলছি না সে ইচ্ছাকৃত আমাকে আঘাত করেছিল। তবে সবাই জানে, এটা স্বাভাবিক ছিল না। সে আমার পেছনের দিক থেকে এসে হাঁটু দিয়ে আঘাত করে। আমি কিছুই দেখতে পাইনি। নিজেকে বাঁচাতেও পারিনি।’ নিজের অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোল হার নিয়ে নেইমার বলেন, ‘যা হয়েছে তা অপ্রত্যাশিত। ভাবতেই পারিনি কখনও এমন ফল হতে পারে। তারা ৬-০ গোলে এগিয়ে যাওয়ার পরও থেমে থাকেনি। আরও গোল দিতে চেষ্টা করেছে।’ তবে এই হারে নেইমার মোটেও লজ্জিত নয় বলে জানালেন তিনি। বলেন, ‘ব্রাজিলিয়ান হয়ে আমি মোটেও লজ্জিত নই। বিশ্বকাপের এবারের দলে থেকেও আমি লজ্জিত নই। বরং প্রতিটি টিমমেটের জন্য আমি গর্ব করি। তাদের তুলনা হয় না।’

আরো সংবাদ