AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিলে মিলন মেলা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১০ - ২০১৪ | ১১: ২১ অপরাহ্ণ

Sylhet-City-Jamat-Photo-10-07-141-300x189

ডেস্ক রিপোর্ট: বিপুলসংখ্যক সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসক এর পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকারের শত জুলুম, নিপীড়ন উপেক্ষা করে জামায়াতের এরকম জনাকীর্ণ ইফতার মাহফিল সিলেটের সুধী মহলকে আশান্বিত করেছে।
মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের যে কোন ক্রান্তিকালে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সৎ ও মেধাবী সুযোগ্য নেতৃত্বের কারণে  জামায়াতের জনপ্রিয়তা গ্রহনযোগ্যতা দিনদিন বৃদ্ধি পেয়েছে। কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ভুমিকা পালন করায় বাকশালী ও ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী সরকারের প্রতিহিংসা জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয় জামায়াত। কিন্তু সরকারের সকল দমন-পীড়ন উপেক্ষা করে জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকার জামায়াতকে নির্মুল ও নেতৃত্বশুন্য করতে জাতীয় নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে। মানবতার মুক্তসনদ মহানগ্রন্থ আল কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজানে ইসলামপ্রিয় জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সিলেটের সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি-সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, মহানগর সভাপতি আলহাজ্ব এম এ হক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম.এ. রকীব, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের ভারপ্রাপ্ত আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবি সমিতির এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও দৈনিক পুণ্যভূমি সম্পাদক মুক্তাবিস-উন্-নূর, বিশিষ্ট শিক্ষাবিদ লে: কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা: এম.এ হাশেম, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আবদুল হান্নান তাপাদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী ও মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, জমিয়ত মহানগর সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, বিজেপি (আন্দালিব পার্থ) সিলেট জেলা  আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিটি কাউন্সিলরদের মধ্যে আব্দুল জলিল নজরুল, দিনার খান হাসু, সৈয়দ মিছবাহ উদ্দিন, আব্দুল মুহিত জাবেদ, সোহেল আহমদ রিপন, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে প্রফেসর মো: তাজ উদ্দিন ও ড. আবু ইউসুফ, সাংবাদিক আজিজুল হক মানিক, নিজাম উদ্দীন সালেহ, কবি মুহিত চৌধুরী, সেলিম আউয়াল, এনামুল হক জুবের, কবির আহমদ সোহেল, এমদাদ হোসেন চৌধুরী দীপু, ইকবাল মাহমুদ, কবির আহমদ প্রমুখ।

আরো সংবাদ