AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আঞ্জুমানে আল-ইসলাহ’র ইফতার মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৯ - ২০১৪ | ৮: ২৭ অপরাহ্ণ

Pic

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি ও সাহেব জাদায়ে ফুলতলী মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী বলেছেন, পবিত্র রমাজান মাসে কোরআন পাকের খেদমতে সকলকে আত্মনিয়োগ করতে হবে। বিশ্বায়নের যুগে মুহুর্তের মধ্যে খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তেমনি এই মিডিয়াকে ব্যবহার করে ইসলামী নামধারী একদল মুনাফিক ভ্রান্ত আকিদা প্রচার করছে। আর আঞ্জুমানে আল ইসলাহ’র সকল নেতাকর্মীদেরকে এসব বাতিলের মোকাবেলায় দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গুম, খুন, হত্যা, রাহাজানী বন্ধ করে একটি ইসলামী সমাজ বিনির্মানে আঞ্জুমানে আল ইসলাহ কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার বিকেলে আঞ্জুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-হাবিব কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা আবু তাহের মোহাম্মদ হুসাইন, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মুক্তদির, সিলেট জেলা শাখার সাধরন সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল ইসলাহ নেতা আব্দুর রব, মাওলানা নূরুল ওয়াহিদ, রফিকুল ইসলাম মুমিন, আকমল হোসেন শাকুর। মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুছাব্বির, নাতে পরিবেশন করেন মাসুক আহমদ নাঈম ও শানে ফুলতলী পেশ করেন আব্দুল মুক্তাদির ফয়ছল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা তালামীযে ইসলামের সভাপতি আব্দুস ছালাম শিবলী, সাধারন সম্পাদক আলী আনহার সাহান প্রমূখ।
Pic111

আরো সংবাদ