AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ম্যারাডোনা বনাম লিওনেল মেসি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৯ - ২০১৪ | ৪: ৪৫ অপরাহ্ণ

52812_maradona messi

আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার সঙ্গে অনেকেই লিওনেল মেসিকে তুলনা করে থাকেন। ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার গত আসরের রানার্স-আপ নেদারল্যান্ডের মোকাবেলা করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ১৪টির মধ্যে ম্যারাডোনা নিজে গোল করেছেন অথবা সাহায্য করেছেন ১০টিতে। এবারের ব্রাজিল বিশ্বকাপে এ পর্যন্ত আর্জেন্টিনার ৮ গোলের মধ্যে মেসি নিজে করেছেন অথবা সাহায্য করেছেন ৫টিতে।
এবার আমরা দুই আর্জেন্টাইন জায়ান্টের পরিসংখ্যানের দিকে নজর দেব। দেশের হয়ে খেলা উভয়ের ম্যাচ সংখ্যা ৯১। মেসির গোল ৪২, ম্যারাডোনার ৩৪।
ম্যারাডোনা : ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪
বিশ্বকাপ ম্যাচ : ২১
বিশ্বকাপ গোল : ৮ (সহায়তা-৮)
স্পর্শ-১৪৬৮(১৮৩.৫ স্পর্শ/গোল)
সর্ব নিম্ন খেলা : ২০০৭(২৫০.৯ মিনিট/গোল)
গোল পোস্টে শট : ২৬(৪৪.১% অন টার্গেট)
শট গড় দুরত্ব : ২১.৭ গজ (০গোল বক্সের বাইরে)
মোট শট : ৫৯ (৩০.৮% গোল বার লক্ষ্য করে।)
মেসি : ২০০৬, ২০১০, ২০১৪
বিশ্বকাপ ম্যাচ : ১৩
বিশ্বকাপ গোল : ৫ (সহায়তা ৩)
স্পর্শ : ৮৯১(১৭৮.২ স্পর্শ/গোল)
সর্ব নিম্ন খেলা : ১০৪২(২০৮.৪ মিনিট/গোল)
গোল পোস্টে শট : ২১(৪২.৯% অনটার্গেট)
শট গড় দুরত্ব : ২২.১ গজ (৩ গোল বক্সের বাইরে)
মোট শট : ৪৯ (২৩.৮%গোল বার লক্ষ্য করে।
বিশ্বকাপ গোলের গড় দূরত্ব
ম্যারাডোনা : ১১.৩ গজ
মেসি : ২২.৪ গজ
আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরমেন্স
ম্যারাডোনা ‘৮৬ বনাম মেসি ‘১৪
গোল : ম্যারাডোনা (৫) মেসি (৫)
সহায়তা : ম্যারাডোনা (৪) মেসি (১)
দলের গোল : ম্যারাডোনা (১৪) মেসি (৮)
দলীয় গোলে অবদান : ম্যারাডোনা (৭১.৪%) মেসি (৬২.৫%)
বিশ্বকাপ শিরোপা : ম্যারডোনা (১) মেসি (০)
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ
১. জেভিয়ার জানেত্তি : ১৪৫
২. রবার্তো আয়ালা : ১১৫
৩. দিয়েগো সিমিওনে : ১০৬
৪. জেভিয়ার মাচেরানো : ১০৩
৫. অস্কার রুগেরি : ০৭
৬. লিওনেল মেসি : ৯১
৭. দিয়েগো ম্যারাডোনা : ৯১
৮. এরিয়েল ওর্তেগা : ৮৭
৯. গাব্রিয়েল বাতিস্তুতা :৭৮
১০. হুয়ান পাবলে সোরিন : ৭৬।

আরো সংবাদ