AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘আমরা ঘরর তাইন’ অডিও এ্যালবামের মোড়ক উন্মোচন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৮ - ২০১৪ | ৪: ২২ অপরাহ্ণ

Pic1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : প্রবীণ শিক্ষাবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, আমাদের সমাজে অন্তহীন সমস্যার জট লেগেই আছে। আর এসব সমস্যার নেপথ্য কারিগর হচ্ছে কতিপয় সুযোগ সন্ধানী প্রতারক কতিথ সমাজপতি ভন্ড নেতা পাতিনেতা। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন লেবাসে নিজের আসল খোলসকে আড়াল করে নানা কুট কৌশল অর্থ বিত্ত ও পেশী শক্তির জোরে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ণ পদ দখল করে অবৈধভাবে ফায়দা হাসিল করে। এদের কুট কৌশল ও দাপুটে বিচরণের ফলে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হন দেশের খেটে খাওয়া সাধারন মানুষ তথা গ্রাম বাংলার নীরিহ জনসাধারন। সহজ সরল ও সিলেটের আঞ্চলিক ভাষায় আবহমান গ্রাম বাংলার সুরের মুর্ছনায় ছন্দোবদ্ধ করে সঙ্গীতের মাধ্যমে এসব লুটেরাদের মুখোশ ভিন্ন ধারায় অত্যন্ত সফলভাবে উন্মোচন করেছেন খ্যাতিমান সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।

ইসলামিক জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ইজাব) আয়োজিত কবি নাজমুল ইসলাম মকবুল’র কথা ও সুরে সিলেটের আঞ্চলিক ভাষায় বেশ কটি গানসহ প্যারডী গানের অডিও এ্যালবাম ‘আমরা ঘরর তাইন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইজাবের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শেকড় সন্ধানী লেখক গবেষক চৌধুরী হারুন আকবর। তিনি বলেন, শেকড় সন্ধানী লেখক ছড়াকার গীতিকার সাংবাদিক এবং কলামিস্ট, আশির দশকের শক্তিমান কবি নাজমুল ইসলাম মকবুল বরাবরই সিলেটের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে লেখেন। এটা আমাদের জন্য গৌরবের।

বিশেষ অতিথির বক্তব্যে লেখক গবেষক ও গ্রন্থকার শাহ নজরুল ইসলাম বলেন, জাতীয় স্থানীয় দেশি বিদেশি জনপ্রিয় গণমাধ্যমে সাড়া জাগানো কলাম, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শেকড় সন্ধানী ইতিহাস ঐতিহ্য ও তথ্যভিত্তিক লেখা এবং সিলেটের আঞ্চলিক ভাষায় ভিন্নধারার কলাম লেখে কবি নাজমুল অর্জন করেছেন ঈর্ষনীয় খ্যাতি। সেসাথে কবিতা, ছড়া, গান, প্রবন্ধ, গল্প, আঞ্চলিক গান ও মজার মজার প্যারোডি উপহার দিয়ে সাহিত্য ও সংস্কৃতি জগতে অর্জন করেছেন গৌরবজনক আসন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন লেখক প্রকাশক ও সাংবাদিক বায়েজীদ মাহমুদ ফয়সল।

ইজাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য সাংবাদিক আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন কবি নাজমুল ইসলাম মকবুল। তিনি বলেন, অডিও সিডির পাশাপাশি পাঠক শ্রুতাদের অনুরোধে শিগগিরই ‘আমরা ঘরর তাইন’ বই আকারেও বাজারে আসবে ইনশাআল্লাহ। এছাড়া সকলের সহযোগিতায় ভিসিডি আকারেও দর্শকদের সামনে তা উপস্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। সঙ্গীত পরিবেশন করেন ভোরের আলো শিল্পী গোষ্ঠির প্রধান পরিচালক ‘আমরা ঘরর তাইন’ অ্যালবামের একক কন্ঠশিল্পী রাকিব আল হাসান।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ জবান আলী ও সৌদি প্রবাসী কমিউনিটি নেতা ফেরদৌস চৌধুরী মিঠু অ্যালবামটির স্পন্সর করায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরো সংবাদ