AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৭ - ২০১৪ | ৬: ২১ অপরাহ্ণ

1

1বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ মাছে হাট ভ্রাম্যমান আদালত ফরমালিন যুক্ত মাছ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা।
তিনি বলেন, ফরমালিন যুক্ত মাছ পাওয়ায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিছু মৎস্য ব্যবসায়ী অভিযান চলাকালে মাছ লুকিয়ে পালিয়ে যায়। তবে ওই ব্যবসায়ীদের রেখে যায় প্রায় একমন মাছ উদ্ধার করে জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, থানার উপ-পরিদর্শক দিলোয়ার মিয়া।

Aminul Haque scaled