AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে জিল্লু খুনের ঘটনায় ছাত্রদলের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৯ - ২০১৪ | ৩: ৩৩ অপরাহ্ণ

023-300x147

বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : সিলেটে ছাত্রদল নেতা জিল্লুর রহমান জিলু খুনের ঘটনায় একই দলের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। রোববার ভোর রাতে মামলাটি রেকর্ড হয় বলে কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল নিশ্চিত করেছেন। মামলার বাদী নিহতের বড় ভাই আহমেদ আহসান মাহবুব।
মামলায় সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব কাদির শাহী, ছাত্রদল নেতা জামাল আহমদ খান ওরফে কালা জামাল, মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ, জয়নাল আবেদীন, সাদিক, গাজী লিটন, জেহিন আহমদ ওরফে বোবা জেহীন,আরাফাত চৌধুরী জাকির, ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সালেহ আহমদ, নেছার আলম শামীম, সায়েম আহমদ, কাউসার আহমদ, এমরান আহমদ, নাছির উদ্দিন, খায়রুল ইসলাম, মনোয়ার হোসেন মঞ্জু, হেলাল আহমদ ও রায়হান খান বাবলা। আসামীদের সকলেই ছাত্রদলের মিজান-জিয়াউল গণি আরেফিন জিল্লুর গ্রুপের কর্মী।

গত শুক্রবার নগরী পাঠানটুলা এলাকায় ছাত্রদলের মিজান-জিল্লুর গ্রুপের কর্মীদের হাতে খুন হন জিল্লু। এ ঘটনায় ছাত্রদলের জামান গ্রুপ তিনদিনের শোক কর্মসূচি পালন করছে। প্রথমদিনে রোববার সিলেটের বিভিন্ন কলেজে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সোমবার শোক র‌্যালি এবং পরদিন মঙ্গলবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানিয়েছেন।

আরো সংবাদ