AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দুই যুক্তরাজ্য প্রবাসি সংবর্ধি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৯ - ২০১৪ | ২: ৪৭ অপরাহ্ণ

29.06.14

29.06.14বিশ্বনাথে গতকাল রবিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা সদরস্থ আল-হেরা শপিং সিটির ডাইরেক্টর আলহাজ্ব চেরাগ আলী ও শেখ তাহির উল্লাহ’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আল-হেরা শপিং সিটি পরিচালনা বোর্ডের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। শপিং সিটির চেয়ারম্যান আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শপিং সিটির ডাইরেক্টর আলহাজ্ব মঈনুর রহমান, সংগঠক নিখিল পাল, রুনু কান্ত দে, আবদুল মতিন, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী কালাম, কাশেম আলী মাহবুব আহমদ, শপিং সিটির আছহাক আলী প্রমুখ।

আরো সংবাদ