AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘জিয়া হত্যার পর আমিই প্রথম বিবৃতি দিয়েছিলাম’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৭ - ২০১৪ | ৩: ৫৩ অপরাহ্ণ

29811_hasina

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া হত্যার পর একমাত্র আমিই প্রথম বিবৃতি দিয়েছি। তিনি যখন খুন হন, তখন আমি সিলেটে ছিলাম, গিয়েছিলাম মাজার জিয়ারতে। ফেরার সময় শুনি ‘ক্যু’ হয়েছে, জিয়াকে হত্যা করা হয়েছে। তখন দেশের এমন অবস্থা কেই মুখ খোলেনি। আমি বিবৃতি দিয়েছিলাম। কারন আমি চেয়েছিলাম দেশে আবার এই অযুহাতে মার্শাল ল না আসে। আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক আলোচনা সভার তিনি এসব কথা বলেন। বাঙালি জাতি জীবনে যতটুকু প্রাপ্তি তার সবটুকুই আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে স্বাধীনতার জন্য। তারা সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছিল। তার মূল কান্ডারি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন আওয়ামী লীগ হল হিরা। যতই কাটবে ততই রশ্মি ছড়াবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রশ্ন করেছেন আমি ছিলাম কই? আমি যদি প্রশ্ন করি আপনার ভূমিকা কি ছিল। স্বামী হত্যার পর এরশাদ একটি বাক্স নিয়ে এলো। আপনি তার কাছ থেকে বাড়ি গাড়ি নিয়ে সব ভুলে গেলেন। এরপর অনেক দিন পরে এসে বললেন এরশাদ খুনি। আপনিতো স্বামীর মুখ দেখতে চাননি।
আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী প্রমুখ নেতারা বক্তব্য

আরো সংবাদ