AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘তিনি নাই, একজন প্রতিমন্ত্রী বানাইছেন, সেইডাও নাই’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৬ - ২০১৪ | ১১: ০৭ পূর্বাহ্ণ

29651_suronjit

ঢাকা : বাজেট অধিবেশনে সংসদে উপস্থিত না থাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তীব্র সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী এবং সিনিয়র এমপি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, আপনি হ্যামলেট করবেন আর প্রিন্স অব ডেনমার্ক থাকবে না, তা তো হয় না। মনে রাখবেন, এই সংসদ যদি বাজেট পাস না করে, আপনি এক টাকাও খরচ করতে পারবেন না। আজ বাজেট বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাজেট আলোচনা করব অর্থমন্ত্রীর জন্য। দেখলাম, তিনি নেই। যিনি প্রধান নায়ক, তিনি থাকবেন না, এটা কখনো হয়? খবর নিয়ে জানলাম, তিনি জেদ্দায় গেছেন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকে। উনি কেন গেলেন? বাজেট দিয়ে কোন অর্থমন্ত্রী এভাবে বিদেশ যেতে পারেন? আমার জানা নাই। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী নাকি বানাইছেন, সেইডাও নাই, প্লানিং মিনিস্টারও নাই। এ সময় বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশকারীদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, জ্ঞান আইছে পশ্চিম থেকে। কী সেটা? ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ডায়ালগ করতে হবে। ইনক্লুসিভ ডায়ালগ করিনি? বাংলাদেশের সিটিং প্রাইম মিনিস্টার টেলিফোন করলেন, আর বিরোধীদলীয় নেতা বললেন তিনি হরতাল করবেন। সুরঞ্জিত সেন বলেন, চীনে উন্নয়ন হয় নাই? সিঙ্গাপুর-মালয়েশিয়ায় হয় নাই? ওদের ইনক্লুসিভনেস নিয়ে হয়েছে। আমাদেরটাও হবে। দুয়েকটা হরতাল হবে বাজেট বাস্তবায়নও হবে। আওয়ামী লীগের এ নেতা বলেন, আমেরিকায় পরপর দুইবার ডেমোক্রেটরা আসে নাই? উনি (খালেদা) আসেন নাই, সিট কি খালি আছে? আপনার ভুলের মাশুল আপনাকেই দিতে হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি পলিটিকস করবেন এক্সক্লুসিভ, আর ডায়ালগ করবেন ইনক্লুসিভ, তা হয় না। ইনক্লুসিভ পথে আসেন। উনার (খালেদা জিয়া) কথা শুধু “তত্ত্বাবধায়ক চাই”। উনার সঙ্গে যোগ দিয়েছেন আরেক পন্ডিত ড. কামাল হোসেন। ইট ইজ এ মেটার অব ফাস্ট। তিনি বলেন, আপনি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবেন না। সংবিধান মানবেন। বলেন ভুল হয়েছে, সংসদে সিট চাই। আমাদের নেত্রী উদার আছেন। আওয়ামী লীগের সিট ছেড়ে আপনাকে নিয়ে আসবেন। সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আরো সংবাদ