AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘গুম-খুন করে আন্দোলন দমানো যাবে না’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৬ - ২০১৪ | ১১: ০৩ পূর্বাহ্ণ

49182_mirza_fokrul

ঢাকা : বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলী মেম্বারকে হত্যা করা হয়। ওই হত্যার  প্রতিবাদে জানিয়ে দেয়া এক বিবৃতিতে মির্জা আলমগীর বলেন, জনমনে নিশ্চিত হয়ে গেছে, ৫ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। এর একমাত্র উদ্দেশ্য চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে তারা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গুম এবং হত্যা করা হচ্ছে। গতরাতে নেত্রকোণা জেলাধীন সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আলী মেম্বারকে পৈশাচিক কায়দায় হত্যা তারই ধারাবাহিকতা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা এবং লাগামহীনভাবে গ্রেপ্তার করে কারাগারে আটকিয়ে রাখা বর্তমান অবৈধ সরকারকে যেন নেশাগ্রস্ত করে তুলেছে। সরকারের প্রতি  হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, হত্যা এবং দলন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। অবিলম্বে মো: আলী মেম্বারকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরো সংবাদ