দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৬ - ২০১৪ | ৯: ৫৯ পূর্বাহ্ণ
সিউলের সমুদ্র উপকূলে ফেরিডুবির দায় কাঁধে নিয়ে গত এপ্রিলে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন। কিন্তু, দেশটির প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই আনুষ্ঠানিক এক ঘাষণায় বলেছেন, চুংকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে দুই জনকে তিনি মনোনীত করেছিলেন, তাতে বেশ বিতর্কের সৃষ্টি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য হয় সরকার। অধিকাংশ স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৭৬ যাত্রী নিয়ে ফেরিটি গন্তব্যে যাওয়ার পথে ডুবে যায়। বহু স্কুল শিশুর সলিল সমাধি হয়। উদ্ধারকাজে সরকারের গড়িমসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। কিন্তু, শেষ পর্যন্ত সততা ও যোগ্যতার বিচারে তাকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।