AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নিখোঁজ বিএনপি নেতা মুজিবুরের লাশ সনাক্ত করতে ডিএনএ টেস্ট :সুনামগঞ্জে তোলপাড়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৫ - ২০১৪ | ৫: ১৬ অপরাহ্ণ

sunamganj-bnp-leader-mujib-400x266

বিশ্বনাথ নিউজ ২৪ : সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিবের লাশ কি না তা সনাক্ত করতে করা হবে ডিএনএ টেস্ট। ইতিমধ্যে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েগেছে। এঘটনাটি পুরো জেলায় জানাজানি হওয়ার পর সর্বস্তরের জনসাধারণের মাঝে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। পুলিশ জানায়,গত রোববার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বোকা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে মধ্য বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই লাশকে নিখোঁজ বিএনপির নেতা মুজিবুরের লাশ বলে ধারনা করে প্রচার দেয়া হয়। এঘটনার প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্মরত ৩ সদস্যের একটি চিকিৎসক দল পুলিশের উদ্ধারকৃত লাশের ময়না তদন্ত করেন। এরপর নিখোঁজ বিএনপি নেতা মুজিবুরের পরিবারের সদস্যদের অনুরোধে লাশের ডিএনএ টেস্ট করার জন্য সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। এব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাক্তার এহসানুজ্জামান খান বলেন,উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ময়না তদন্ত শেষে মৃতদেহটি বিএনপি নেতা মুজিবুরের কিনা তা সনাক্ত করার জন্য লাশের হাড় ও দাঁত ডিএনএ টেস্টের জন্য রাখা হয়েছে। পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,আদালতে অনুমতি নিয়ে উদ্ধার হওয়া লাশের দাঁত ও হাড় ডিএনএ টেস্টের জন্য সিলেট পাঠানো হবে। উল্লেখ্য,গত ৪এপ্রিল বিএনপির গণঅনশন শেষে চালকসহ সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ও যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব নিখোঁজ হন।

আরো সংবাদ