AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গোয়াইনঘাটের সারীঘাট পুড়াখাই ব্রিজ ঝুঁকিপূর্ণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ১: ০৮ অপরাহ্ণ

48738_divi-2

মনজুর আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন সারী-গোয়াইনঘাট রাস্তার উৎসমুখ পুড়াখাই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে কয়েক হাজার মালবাহী এবং যাত্রীবাহী যান। তা ছাড়া সারী নদী থেকে উত্তোলিত বালুভর্তি ট্রাক যাতায়াত করে। এ ব্রিজ দিয়ে যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ, মাদরাসার ছাত্রছাত্রী, অফিসগামী সরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ীসহ অর্ধ লাধিক মানুষকে। গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে সারীঘাট পুড়াখাই ব্রিজ।
স্থানীরা জানান, বর্তমান সরকার মতায় আসার পর তিনবার ওই ব্রিজটির টেন্ডার হয়েছিল। কিন্তু ফান্ডে টাকা না থাকায় সারীঘাট পুড়াখাই ব্রিজের কাজ হচ্ছে না। ব্রিজটির দণি-পশ্চিম পাশে একটি সাইনবোর্ড রয়েছে। তাতে লেখা আছে ভারী যানবাহন চলাচল নিষেধ। কিন্তু সে নিষেধ উপো করে ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে বালু, পাথরবাহী ট্রাক আর যাত্রীবাহী গাড়ি চলাচল করে। কেউ সাইনবোর্ডের নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না।

আরো সংবাদ