AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দফতর

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ১২: ৫৮ অপরাহ্ণ

48932_us logo

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি জাতিসঙ্ঘ মহাসচিব বাংলাদেশের বিবদমান প্রধান দুই দল বিএনপি এবং আওয়ামী লীগকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। প্রশ্নকারী বলেন, এটা একটা উদ্বেগের বিষয়। কেননা আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? যুক্তরাষ্ট্র কি এখনো সংলাপ চায়?
উত্তরে ম্যারি হার্ফ বলেন, সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী গত ৩০ এপ্রিল কংগ্রেসের এক শুনানীতে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব অব্যাহত থাকবে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপকে উৎসাহিত করছি। আমরা বারবার বলছি এটাই এগিয়ে যাওয়ার পথ। সূত্র : নয়া দিগন্ত

আরো সংবাদ