AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে নয়টা-আড়াইটা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ৮: ৪১ পূর্বাহ্ণ

8765

রমজানে মাসে ব্যাংকগুলোতে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেন এসময় অনুযায়ী চলবে। রমজান মাসের পর অফিস ও লেনদেন আগের সময়ে ফিরে আসবে।

এর আগে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এ সময় অনুসরণ করবে। তবে সুপ্রিমকোর্ট, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সুবিধামতো অফিস সময়সূচি নির্ধারণের সুযোগ রাখা হয়।

আরো সংবাদ