AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘মায়ের সঙ্গে শিশুদের কারাগারে রাখা মানবাধিকার লংঘন’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ৪: ১০ অপরাহ্ণ

29234_mnb

ঢাকা : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, মায়ের সঙ্গে শিশুদের কারাগারে আটকে রাখা মানবাধিকারের লংঘন। দন্ডপ্রাপ্ত আসামীদের সঙ্গে শিশুদের বেড়ে ওঠা কোনভাবেই কাম্য নয়। এজন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। আজ দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে জেলগেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় সিনিয়র জেল সুপার ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পরিদর্শনকালে সেখানে থাকা ‘কিশোর ওয়ার্ড’ এর কথা তুলে তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ১৪ বছরের এক শিশুকে পেয়েছি যার বয়স পুলিশের খাতায় ১৮ বছর দেখানো হয়েছে। তিনি বলেন, কারাগারের পরিবেশ মোটেই ‘শিশুবান্ধব’ নয়। এই কারাগারে বন্দিদের অতি দরিদ্র, যাদের আত্মীয় স্বজন যোগাযোগ রাখেন না তারা আইনী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। লিগ্যাল এইড এর আইনজীবীরা তাদের খোঁজ নেন না, তাদের পক্ষে আদালতেও দাঁড়াননা বলে অভিযোগ রয়েছে। এতে ভিকটিমরা আইনী সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। কারান্তরীণ গর্ভবতী মা ও শিশুদের বিকল্প আবাসনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি আরও বলেন, এব্যাপারে সরকারকে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করা উচিত। জাতীয় মানবাধিকার কমিশন দ্রুত এ ব্যাপারে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবে। শিশু কয়েদিদের বয়স নির্ধারণে বিচারিক হাকিমদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ড. মিজান বলেন, আপনারা বয়স নিশ্চিত না হয়ে কোন শিশুকে কারাগারে পাঠাবেন না। শিশুদের বিচারিক কার্যক্রমের সময় আলাদা কাগজপত্র ব্যবহার করতে হয়, আলাদা কালিতে লিখতে হয়। এগুলো বাড়তি দায়িত্ব হলেও তা পালন করতে হবে উল্লেখ করেন তিনি।

আরো সংবাদ