AM-ACCOUNTANCY-SERVICES-BBB

লিবিয়ায় মিসাইল হামলায় ২ বাংলাদেশী নিহত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ১: ৩১ অপরাহ্ণ

29231 lb

29231_lbঅনলাইন ডেক্স : লিবিয়ার বেনগাজি শহরে একটি পানির কারখানায় মিসাইল হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে শনিবার রাতে লিবিয়ার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ভবনে মিসাইল হামলা হয়। এতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দুই সহোদর মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন মারা যান। এ ঘটনায়় আরও দুজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় সূত্র জানায়, ওই ক্যাম্পে ৩২জন বাংলাদেশী ছিলেন। তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

আরো সংবাদ