AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ৯: ০৫ পূর্বাহ্ণ

66514_hghgh

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। ডিএসই সূত্র মতে, বেলা ১১টা ১ মিনিটে ডিএসই ব্রড ইনডেঙ (এঙ সূচক) ৩২  পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে, ডিএসই এস সূচক (শরীয়াহ) ৬ পয়েন্টে বেড়ে ৯৯৫ পয়েন্ট এবং ডিএসই ৩০ মূল্য সূচক ১২ পয়েন্টে এসে ১ হাজার ৬০৬ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৪টির, অপরিবর্তিত রয়েছে ২৩টির। মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮৩ পয়েন্টে এসেছে। লেনদেন হওয়া ৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৪টির, অপরিবর্তিত রয়েছে ১১টির। লেনদেন হয়েছে ৩ কোটি ১৬ লাখ টাকার।

আরো সংবাদ