
পালিত হচ্ছে আ.লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ৮: ৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি 425 বার পঠিত

ঢাকা: সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন এ দলটি। সূর্য উদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করে কর্মসূচি।
এদিকে সোমবার সকাল ৭টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ান তিনি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত গণশোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া আগামী ২৮ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

