AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ফিফার সমালোচনায় ম্যারাডোনা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ৮: ২৫ পূর্বাহ্ণ

29173_s11

আবারও ফিফার সমালোচনায় ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। ফিফার গভর্নিং বডি ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়’ বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার ইতালিকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় পর্বে ওঠে কোস্টারিকা। কিন্তু ম্যাচ জয়ের পর কোস্টারিকার ৭ জন খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেয় ফিফা। কিন্তু ম্যাচে ১-০ গোলে হারা ইতালির মাত্র ২ খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেয় সংস্থাটি। একই ম্যাচে এমন বৈষম্যে ফিফার সমালোচনা করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৫৩ বছর বয়সী ম্যারাডোনা বলেন, ‘কোস্টারিকার যদি সাতজন খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেয়া হয় তবে ইতালির সাতজন নয় কেন? আমার কাছে ফিফা’র সিদ্ধান্ত বোধগম্য নয়। কিন্তু বাস্তবে এমনটাই ঘটছে। কোস্টারিকার দ্বিতীয় পর্বে ওঠায় অনেকেই ব্যথা পেয়েছে। কারণ, বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় পর্বে উঠতে পারবে না। এর ফলে স্পন্সরদের কাছ থেকে নির্ধািরত অর্থ পাবে না ফিফা। আমার মতে ফিফার এমন সিদ্ধান্ত আইন বিরোধী। আমার সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। আমি এর ভুক্তভোগী। কোস্টারিকার সাতজন খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেয়া আমার মতে আইনের প্রতি অশ্রদ্ধাশীলতা প্রকাশ পাচ্ছে। কোস্টারিকা দুর্দান্ত খেলে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। ‘ডি’ গ্রুপে তিনটি বিশ্বচ্যাম্পিয়ন দল রয়েছে। তাদের বিপক্ষে ভাল খেলেই কোস্টারিকা দ্বিতীয় পর্বে উঠেছে’। ফুটবল মহাতারকা ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। কিন্তু ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ১৯৯৪-এর বিশ্বকাপে খেলতে পারেননি ম্যারাডোনা। এর আগেও ১৯৯১ সালে কোকেন গ্রহণের কারণে ফুটবল থেকে ১৫ মাস নিষিদ্ধ হন তিনি।

আরো সংবাদ