AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রমজান মাসে ৫ পণ্যের রফতানি নিষিদ্ধ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৫ - ২০১৪ | ৪: ৪৫ অপরাহ্ণ

49208_5 torkari

বিশ্বনাথ নিউজ ডেক্স : পবিত্র রমজান উপলক্ষে বাজারে চাহিদা মেটাতে পাঁচটি নিত্যপণ্য রফতানি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এগুলো হলো- বেগুন, শসা, কাঁচামরিচ, ধনেপাতা ও লেবু।
বুধবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপণ্যের মজুদ সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকের শুরুতে সাংবাদিকদের একথা জানান তোফায়েল।
ঈদের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, পণ্য মূল্য বাড়াবে না।
তিনি জানান, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে।
পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে জানিয়ে তোফায়েল বলেন, এই খসড়ায় স্বাক্ষর করেছি। আজই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে। চলতি সংসদ অধিবেশনে আইনটি সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, টিসিসি, ইপিবি, ভোক্তা সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ