AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বের সবচেয়ে বড় সরকারি ওয়েব পোর্টালের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৩ - ২০১৪ | ১: ২৬ অপরাহ্ণ

29232_r7

ঢাকা : বিশ্বের সবচেয়ে বড় সরকারি ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ের ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি ‘জাতীয় তথ্য বাতায়ন’-এর উদ্বোধন করা হয়। এটি বিশ্বের সব চেয়ে বড় সরকারি ওয়েব পোর্টাল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে জাতীয় তথ্য বাতায়ন। (www.bangladesh.gov.bd) নামের এই পোর্টালে রয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকাসহ ২০ লাখেরও বেশি কনটেন্ট, বিভিন্ন ধরনের ৪০ হাজার ছবি, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে জনগণের দোরগোড়ার সরকারি সেবা পৌঁছে দেয়াই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সরকারের প্রচেষ্টায় দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে শিগগিরই বাংলাদেশ আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, প্রায় চার বছর আগে জেলা পরিষদের ওয়েব পোর্টাল দিয়ে এই ওয়েব পোর্টাল তৈরি করি, যেটা আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। আমরা যাচাই করে দেখেছি যে, বিশ্বের অন্য কোন দেশে সরকারি ২৫ হাজার ওয়েবসাইট এক জায়গায় নেই। একমাত্র বাংলাদেশের আছে এখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। তিনি বলেন, অনেকেই বলেছেন, এখানে কিছু ত্রুটি আছে। যদি তথ্যগত ভুল থাকে তাহলে সেটি আগে সংশোধন করতে হবে। এরপর ভাষাগত ত্রুটি ঠিক করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস  সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

আরো সংবাদ