AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বালাগঞ্জে আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৮ - ২০১৯ | ১১: ৫৩ অপরাহ্ণ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেছেন, শিক্ষিত জাতি গঠনের জন্য সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া অনেক কমে আসবে। তিনি শনিবার (০৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি আব্দুর রব। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফয়জুল হক মাসুক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব মাহমুদ হোসেন মাছুম, শিক্ষার্থী শাহিনুর রহমান প্রমুখ। চলতি বছর ট্রাস্টের পক্ষ থেকে কলেজের ১৫জন শিক্ষার্থীকে নগদ ২হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বালাগঞ্জের কৃতি সন্তান সাবেক সচিব মকবুল হোসেন ২০০৮ সালে তার মায়ের নামে আয়েশা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

আরো সংবাদ