AM-ACCOUNTANCY-SERVICES-BBB

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১, আহত ১৮৯১

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৪ - ২০১৪ | ৬: ২২ অপরাহ্ণ

34827_ch

চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। নিখোঁজ রয়েছেন ৩ জন। ২৯ হাজার ৪০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। শুধু লুদিয়ান অঞ্চলেই ইটের তৈরি প্রায় ১২ হাজার বাড়িঘর ভূকম্পনে বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এদিকে উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে ভূমিকম্প আক্রান্ত অঞ্চলে আড়াই হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। আরও উদ্ধারকারী ও ত্রাণকর্মী পৌঁছানোর কথা রয়েছে সেখানে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। আহতদের চিকিৎসায় হিমশিম পরিস্থিতিতে পড়েছে স্থানীয় হাসপাতালগুলো। নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে দূরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারী দলের সদস্যরা। সেক্ষেত্রে বহু প্রাণহানির খবর পাওয়ার আশঙ্কা রয়েছে। অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, অফিস ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে ইউনান প্রদেশের ওয়েনপিং থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে চীনের ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা বলছে, ইউনান প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৫ ছিল। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার পর সেখানে ব্যাপক আকারে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা শুরু হয়। সড়কের অস্তিত্ব বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ কর্মীদের পায়ে হেঁটে দুর্গত এলাকায় যেতে হচ্ছে। এদিকে দুর্যোগে বিপর্যস্ত অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া অধিদপ্তর। ফলে, তাঁবু, বিছানা, লেপ, কম্বল, জ্যাকেট, কোট, পানি, খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী দুর্গত অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে দিতে গিয়ে বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারে উদ্ধার ও ত্রাণ কর্মীদের। বিদ্যুৎ সংযোগ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ইউনান প্রদেশ পরিদর্শন করবেন আজ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন চীন সরকার ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মানবিক প্রয়োজনে যে কোন সময় আন্তর্জাতিকভাবে চীনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। হোয়াইট হাউজের এক বিবৃতিতেও শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

আরো সংবাদ