AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন : র‌্যালী-সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৮ - ২০১৯ | ৭: ৩৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বিশ্বনাথে ‘জাতীয় মৎস্য সপ্তাহের’ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ চেতনাকে সামনে রেখে এগিয়ে চলা মৎস্য দপ্তর আয়োজিত আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা একাডেমীর সুপার ভাইজার ফজলুল হক, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান নবাব। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সূচনার উপজেলা ম্যানেজার মোছাব্বির রহমান, সাংবাদিক অসিত রঞ্জন দেব, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, যুবলীগ নেতা সাফায়েত খান, সায়েদ আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল আহমদ, শহিদ খান আতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান কমিটির সহ-সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, মৎস্য চাষী মধু মিয়া, কয়েছ মিয়া, ছালিক মিয়া, সায়েদ আহমদ প্রমুখ।

আরো সংবাদ