AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৪ - ২০১৯ | ৯: ৩৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়।
ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজারের এজেন্ট মো: মাসুদ আহমদের সভাপতিত্বে ও পরিচালক মো. গোলাম মোস্তফার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ সরকার জনগণের দোরগোড়ায় প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গ্রামের মানুষকে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশব্যাপী চালু হয়েছে। প্রবাসী অধ্যুষিত এই এলাকার সাধারণ জনগণ এখন ঘরের কাছে ব্যাংকিং সেবা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক আবুল ফজল মো. আহমদ হোসাইন, ব্যাংক এশিয়ার সিলেট ডিভিশনের ক্লাস্টার হেড আব্দুস সালাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর, বেবী কেয়ার স্কুলের চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, বখতিয়ার আহমদ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন জহুরা-উসমান খাঁন মাদরাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ডিভিশন ম্যানেজার মো. আব্বাস উদ্দিন। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শরিফ আহমদ রাজু, মির্জা মো. গিয়াস, ব্যবসায়ী আলী হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সিলেট ও সুনামগঞ্জ জেলার সুপার ভাইজার মো. ইমদাদুল হক, সিলেট জেলার ম্যানেজার মো. ইমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ম্যানেজার মো. ইমরান হোসেন, ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজারের সহকারী পরিচালক তারেক আহমদ, বিশিষ্ট মুরব্বি জাবেদ মিয়া, আলখাছ মিয়া, তেরা মিয়া, নুর মিয়া, সিলেটের দি হলি চাইল্ড স্কুলের ডিরেক্টর, ব্যবসায়ী মো. সুমন চৌধুরী, মোহাম্মদ আলী, কামরুজ্জামান পাবলু, বাতিঘর’র সাবেক সভাপতি মাস-উদ-হাসান, সুমন আহমদ, শরীফ হাসান, বর্তমান সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বেবী কেয়ার স্কুলের শিক্ষক আখলাকুর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান, সেবুল মিয়া, মোহাম্মদ উল্লাহ, জুয়েল আহমদ, সেলিম মিয়া, বাচ্চু মিয়া, মুসা আহমদ, মনর মিয়া, ছাত্রনেতা সুমন দাস, লায়েক হাসান অভি প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং এর প্রথম (ডিপিএস) গ্রাহক আবুল ফজল মো. আহমদ হোসাইন ও (সেভিংস) গ্রাহক নুরুল হককে ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

আরো সংবাদ