AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২১ - ২০১৯ | ১০: ২৭ অপরাহ্ণ

2 1

2 1

বিশ্বনাথনিউজ২৪ ::  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে উপজেলার বিআরডিবি মিলনায়তনে শুক্রবার সকালে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য্য।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ আপনার অধিকার হাতে তুলে দেবে না, নিজের প্রাপ্য অধিকার নিজেকেই আদায় করতে হবে। তবে তা ন্যায়-নীতি, আইন ও সংবিধান মেনে করতে হবে। হিন্দু ধর্মালম্বী হয়ে কাউকে হিংস্বা করা উচিত নয়। খাঁটি হিন্দু হতে হলে আপনাকে সবার আগে মানুষের উপকারে এগিয়ে আসতে হবে, কাউকে হিংস্বা না করে সবাইকে ভালবাসতে হবে।
বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ী সত্যেন্দ্র কুমার পাল কাজলের সভাপতিত্বে ও সংগঠক বিভাস চন্দ্র দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ দাশ তপু, যুগ্ম সম্পাদক জয়ন্ত গোস্বামী, মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেঁশ চন্দ্র দাশ, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন দাশ, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরেন্দ্র চন্দ্র দাশ, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত দে। বক্তব্য রাখেন সংগঠক রনজিৎ আচার্য্য, রমা কান্ত দে, প্রভাত পাল, শংকর বিহারী দাশ, সুনীল বৈদ্য, বিজন দাশ। সভার শুরুতে গীতা পাঠ করেন সংগঠক রনজিৎ গোস্বামী।
আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সর্ব-সম্মতিক্রমে রনজিৎ গোস্বামী’কে সভাপতি, বিভাস চন্দ্র দে’কে সাধারণ সম্পাদক ও রনজিত মালাকার’কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বিশ্বনাথ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিস্ট কমিট গঠন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সত্রাজিৎ দেব কৃষ্ণ, যুগ্ম সম্পাদক বিপুল চন্দ্র রায়, অর্থ সম্পাদক হিমাংশু ধর হিমু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক বদরুল ইসলাম মহসিনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ