AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ১৬ - ২০১৯ | ১: ০৫ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫জুন) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ। বক্তব্যে তিনি বলেন-বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে মরহুম তজম্মুল আলী ব্যাপক কাজ করে মানুষের মন জয় করেছেন। দুনিয়াতে তজম্মুল আলী না থাকলেও তাঁর কর্মগুণ থাকবে চিরদিন-চিরকাল।
প্রধান আলোচকের বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন- শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষাকে যেভাবে তজম্মুল আলী এগিয়ে নিয়েছিলেন ঠিক তেমনিভাবে আমাদের সবাইকে শিক্ষা প্রসারে কাজ করতে হবে। মরহুম তজম্মুল আলীর উত্তরসূরী (ছেলে) যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান শিক্ষা নিয়ে কাজ শুরু করেছেন তার বাবার প্রতিষ্ঠিত পন্ডিত ছিফত আলী বিদ্যালয়ই বাস্তব প্রমাণ। তিনি দেশ-এবং প্রবাসীদেরকে মিজানুর রহমানের মত শিক্ষার কাজে এগিয়ে আসার অনুরোধ করেন।
পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্টেনের পরিচালনা কমিটির সদস্য মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহিদ, সাবেক মেম্বার মুক্তার মিয়া, সমাজকর্মী মাওলানা লুৎফুর রহমান সাইস্থা, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, প্রবাসী কয়েস আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল জলিল হিরণ, বিশিষ্ঠ মুরব্বী হাজী মোস্তফা মিয়া, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকী, প্রবাসী আনা মিয়া, কুতুব আলী, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্টেনের পরিচালনা কমিটির সদস্য আক্তার হোসেন, হাসান রহমান টিপু, রফিবুল আলম ইকবাল, আসাদুজামান নুর আসাদ, আবুল কালাম রুনু, বিশ^নাথ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য সফিক আহমেদ, আব্দুল মজিদ পিনু, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, শাহ শহিদুল ইসলাম সুজা, মুজিবুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদল নেতা রুমেল আলী, হোসাইন আহমদ প্রবেল, তাজুল ইসলাম, রাহিম মিয়া, এস.এস. নিউজের পরিচালক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজু মিয়া, হাবিবুর রহমান অহি, আফরোজা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত দু’জন শিক্ষার্থীসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ