AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের কর্মকান্ড সর্বমহলে প্রসংশিত -শফিক চৌধুরী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২০ - ২০১৯ | ১০: ০৪ অপরাহ্ণ

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলা

বিশ্বনাথনিউজ২৪ :: ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। সোমবার (২০ মে) উপজেলা সদরের একটি রেষ্ট্ররেন্টে আয়োজিত এ ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন- বিশ্বনাথবাসীর গর্ব বিশ্বনাথ প্রেসক্লাব। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী এই প্রেসক্লাব আজ সর্বমহলে প্রসংশিত। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস, দারিদ্র ও ক্ষুদামুক্ত দেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন- সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকদের লেখনির মাধ্যমেই সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষ নিজেদের অধিকার ফিরে পান। আর একাজটি শতভাগ সততার সাথে করে যাচ্ছে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা। প্রেসক্লাবের এ ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে সহযোগীতা করতে হবে।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রবাসী এডুকেশ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ সারোয়ার হোসেন চেরাগ, যুগ্ম সম্পাদক হাজী আব্দুল হাই, বশির আহমদ, প্রভাষক মোনায়েম খান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হোসেন আহমদ, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, বাঁচাও বাসিয়া ঐক্য কল্যাণ পরিষদের আহবায়ক ফজল খান।
সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতার, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, সদস্য মাস্টার মর্তুজ আলী সহ মৃত্যুবরণকারী সকল সাংবাদিককে স্মরণ করা হয়। আরোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা শহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও মিজানুর রহমান মিজান।
উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দেলওয়ার হোসেন সুমন, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আরশ আলী, প্রবীণ ব্যবসায়ী আব্দুল মান্নান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, জাপা নেতা রুবেল আহমদ আফজাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সহ সভাপতি করুণা কান্ত দাস তালুকদার, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, ইউপি সদস্য ফজর আলী, নাছির উদ্দিন, বিএনপি নেতা আলা উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী ফয়জুর রহমান, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য আব্বাস হোসেন ইমরান, পাভেল সামাদ, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের ব্যবাস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষক বাবুল মিয়া, ফয়ছল আহমদ সোবাহদার, ব্যবসায়ী আতিকুর রহমান খান সিপার, তাজিম উদ্দিন, আবু সালেহ মোহাম্মদ নাসের, রিপন মিয়া, নজরুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, দবির মিয়া, মুহিবুর রহমান সুইট, সায়েদ মিয়া, সাফায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, সদস্য সচিব ফখরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, মাহফুজুর রহমান দুলু, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন, মিয়াদ আহমদ, শিপন আহমদ, কয়েছ মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক শেখ ফজর রহমান, তাজুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, পত্রিকা এজেন্ট কাজী ফরিদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

আরো সংবাদ