AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বালাগঞ্জে শাহ জালাল লতিফিয়া ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২ - ২০১৯ | ১১: ৩৩ অপরাহ্ণ

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হযরত শাহ জালাল লতিফিয়া ফাউন্ডেশন উদ্যোগে ইউনিয়নের স্কুল ও মাদরাসাসমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১মে) দুপুরে স্থানীয় সারসপুর খুজগীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদরাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মিয়ারবাজার হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কবির আহমদ সুমন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ.ম জাহাঙ্গীর আলমের পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, খাউৎখাই মাদরাসার সুপার মাওলানা এহছানুল হক, হযরত শাহ জালাল লতিফিয়া ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা মাওলানা ছালেহ আহমদ, উপদেষ্টা আব্দুল গফফার বকুল, বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা কাজী মনজুর আহমদ, সমাজকর্মী মশাহিদ শিকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, প্রাইম একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, হযরত শাহ জালাল লতিফিয়া ফাউন্ডেশন সহ-সভাপতি জাহেদ আহমদ, খন্দকার আলী আহমদ, মাওলানা আলী আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ, মো. রুজেল আহমদ, মো. আজিজুর রহমান, এবাদুল হক লিটন, কামরুল ইসলাম, মিজানুর রহমান, খন্দকার ইউছুফ আলী, নাবিল হায়দার চৌধুরী, শাকিল উদ্দিন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৭টি স্কুল ও মাদরাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন শিক্ষার্থী রিপন আহমদ ও নাত পরিবেশন করেন শিক্ষার্থী হাবিবুর রহমান।

আরো সংবাদ