AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২ - ২০১৯ | ১১: ০৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, বিশ্বনাথ উপজেলাকে মডেল উপজেলায় হিসাবে রুপান্তর করতে হলে সরকারের পাশাপাশি যেমন সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবেম তেমনি মানবতার কল্যাণে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। একমাত্র তরুণরাই পারে সমাজের কাঙ্খিত পরিবর্তন আনতে। তাই দেশ ও মানবতার স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের মতো সামাজিক সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার একমাত্র সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সামাজিক সংগঠন ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র ২০১৯-২১ বর্ষের নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান এস এম নুনু মিয়া।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহেদ আহমদ প্রিন্সের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি কামাল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সংগঠক আহমদ আলী হিরন, সাফায়েত খান, সিজিল মিয়া, সংগঠনের সহ সভাপতি সুমিত ধর, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, যুগ্ম সম্পাদক বকুল আহমদ, ইলিয়াস আলী, সাংগঠনিক রাজেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, অর্থ সম্পাদক রাসেল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয়, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক জসিম আহমদ, সহ ক্রীড়া সম্পাদক কামরান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যুৎ দাশ, দপ্তর সম্পাদক শুভ্র দেব, কার্যকরী সদস্য বিজয় দেব, নুরুল ইসলাম, শাহজাহান আলী, সাধারণ সদস্য হামিদ মিয়া, আশরাফ আলী, সুহেব আহমদ, নোবেল মিয়া, আক্তার হোসেন, সাজন আহমদ, ঝুমন, পিন্টু দাশ, অমিত দেব, সিনিয়র সদস্য কাওছার আহমদ বাপ্পী, মুমিনুল ইসলাম সামাদ, তন্ময় দেবরায়, দিনাজ পাল।

আরো সংবাদ