AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে এপেক্স বাংলাদেশের মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‌্যালী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৫ - ২০১৯ | ১২: ২৮ পূর্বাহ্ণ

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতনতা বাড়াতে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে সিলেটে এক বর্নাঢ‌্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে প্রায় চার শতাধিক বাই সাইকেল ও মোটর সাইকেল আরোহী অংশ নেন। এ সময় তারা সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন মাদক বিরোধী স্লোগান দেন। শুক্রবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি শুরু হয় এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে টিলাগড় এম.সি কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালীর শুভ উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ।

সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস‌্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ এম এ কাইয়ুম চৌধুরী।

অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেনে এপেক্স বাংলাদেশের এলজি. পিএনপি এপেঃ আব্দুল খালিক, এপেঃ চন্দন দাশ, এলজি এপেঃ আকতার হোসেন খান, এন আই আর ডি এপেঃ এ এফ এম এনামুল হক মামুন, এনউয়াইসিডি এপেঃ সায়েম টিপু, ডিজি-৫ এপেঃ মেহেদী আহমেদ, ডিজি-৪ এপেঃ ইফতেখার হোসেন মনি, আইপিডিজি এপেঃ এড. মাছুম আহমেদ, এপেক্স ক্লাব অব জালালাবাদ সিটির  সদ‌্য সাবেক সভাপতি এপেঃ এম হুশিয়ার আলম, এপেক্সিয়ান লায়েক মাহমুদ, এপেঃ ফখরুল ইসলাম, এপেঃ সৈয়দ নজরুল ইসলাম, এপেঃ মাহবুব আহমেদ, এপেঃ মামুন, অনুষ্টানের কো-অর্ডিনেটর এপেঃ এজাজ মাহমুদ রনি প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ