বিশ্বনাথনিউজ২৪ :: আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়াক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার বিকেলে ঢাকার ৩ নম্বর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার ওই দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন।
মাঠের কর্মী হিসেবে পরিচিত এই তরুণ আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী দলীয় মনোনয়ন পেয়ে তিনি নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ দলীয় মনোনয়নপত্র ক্রয় করার পর বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’কে বলেন, আমি ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মী ছিলাম এখন আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, আমি বিএনপি কিংবা জাতীয় পার্টি থেকে আসি নাই। তাই নেত্রী দলীয় কার্যক্রম বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন এটা আমার প্রত্যাশা।