বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে স্থানীয় সিংগেরকাছ বাজারের পশ্চিমের মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে লীগের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
খেলা পরিচালনা কমিটির সভাপতি আনছার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ ও ধারাভাষ্যকার দিলশাদ আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সাবেক চেয়ারম্যান আবারক আলী। বক্তব্য রাখেন সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সমাজসেবক হাফিজ আরব খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী শফিকুল ইসলাম রুবেল ও স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক আলী জুনেল।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ইরন মিয়া, নুর উদ্দিন, গোলাম হোসেন, আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য আবারক আলী, সমাজসেবক আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী জয়নুল হক, আব্দুল কাইয়ূম, লীগ পরিচালনা কমিটির সহ সভাপতি কামাল খান, বেলাল উদ্দিন, আবুল খয়ের, নাজমুজ্জামান, সহ সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন, তৌহিদুজ্জামান, আজাদ মিয়া, আখতার হোসেন, সাদ্দাম হোসেন, আম্পায়ার প্রতিনিধি আজিজুল হক, ছাত্রনেতা জনি আহমদ, বদরুল ইসলাম ও মিয়াদ আহমদ প্রমুখ। উক্ত লীগে অংশগ্রহন করছে ইউনিয়নের ১১টি দল।