বিশ্বনাথনিউজ২৪ :: জগন্নাথপুরের মেয়ে সাবানা এখন লন্ডনের এম.বি.বি.এস ডাক্তার। সাবানা গত ৫ই ডিসেম্বর বিকাল ৪টায় ব্রাডর্ফোড ইউনিভার্সিটি হতে এম.বি.বি.এস ডিগ্রী অর্জন করেছেন। সে জগন্নাপুর উপজেলার কেশবপুর গ্রামের আপ্তর আলীর ও দিলারা বেগমের মেয়ে। সাবানার স্বপ্ন শুধু এম.বি.বি.এস’ই নয়, সে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। সাবানা বেগমের এই সফলতার ও স্বপ্ন পুরনে সকলের কাছে দোয়া চেয়েছেন তার মা-বাবা।