বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। ইতিমধ্যে প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগীতায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ক্যামেরা বসানো হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনছার উদ্দিন ১ লাখ টাকা ও প্রবাসী কামাল উদ্দিন ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে থানা কম্পাউন্টে আনুষ্টানিকভাবে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র হাতে এই দেড়লাখ টাকা তারা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দোলাল আকন্দ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মজম্মিল আলী, আমির আলী, ফজর আলী মেম্বার, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সাঈদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, প্রবাসী আনছার উদ্দিন, ছাত্রলীগ নেতা শিপন আহমদ, কবির আহমদ প্রমুখ।