বিশ্বনাথনিউজ২৪ :: শিমুলতলা গ্রামের সন্তান, বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী মো. আব্দুল কুদ্দুছ স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। যুক্তরাজ্য গমণ উপলক্ষে আজ (২৯ নভেম্বর) বৃহস্পতিবার সানশাইন মডেল একাডেমীর পরিচালনা কমিটি আব্দুল কুদ্দুছের সম্মানে বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীর সুপার মো. ফজলুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক মো. আব্দুল কুদ্দুছ।
আব্দুল খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি, লেখক রফিকুল ইসলাম মুবিন, শিক্ষানুরাগী সালেহ আহমদ তোতা, একাডেমীর ভাইস-চেয়ারম্যান সুরমান আলী সুমন, একাডেমীর ভাইস-প্রিন্সিপাল প্রদীপ কুমার, শিক্ষার্থী রুবেনা বেগম। শুরুতে পবিত্র কোরআন তেরাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী বুশরা আক্তার।
এসময় শিক্ষানুরাগী আকরম আলী, ছমক আলী, ফারুক মিয়া, আজর আলী, তৈয়ব আলী, একাডেমীর শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।