গোলাপগঞ্জ সংবাদদাতা :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ডিস্ট্রিক ৩১৫ এ ২ এর পক্ষ থেকে কানিশাইলে নির্মিতব্য এবিকে চৌধুরী চ্যারিটেবুল হসপিটালে নির্মাণ কাজে ২০ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল বড়বাড়ীতে নির্মিতব্য হাসপাতাল প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ডিস্ট্রিক ৩১৫ এ ২ এর প্রেসিডেন্ট লায়ন জাহানারা মান্নান (পিএমজেএফ)। হাসপাতাল পরিচালনা কমিটির পক্ষ থেকে চেকটি গ্রহণ করেন বিশিষ্ট সমাজবেসী, কানিশাইল চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন চৌধুরী, এসময় লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন জাহানারা (পিএমজেএফ), লায়ন চৌধুরী জাকিয়া ফরিদ (এমজেএফ), লায়ন এডভোকেট মাসুদা রফিক (এমজেএফ), লায়ন সুনিয়া তানজির (এমজেএফ), বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী প্রমুখ। উল্লেখ্য ঢাকাদক্ষিণের বিশিষ্ট সমাজসেবী আনোয়ারা খাতুন চৌধুরী, মরহুম বদরুদ্দোজা চৌধুরী ও প্রবাসী খায়রুল হুদা চৌধুরী স্মরণে তাদের পরিবারের পক্ষ থেকে কানিশাইল বড়বাড়ীর সামনে এবিকে চৌধুরী চ্যারিটেবুল হসপিটাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া অক্টোবর লায়ন সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬ শত গরীব ও দুস্থদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় প্রবীণ সমাজসেবী আনোয়ারা খাতুন চৌধুরী।

