বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামের হাজী মছব্বির আলীর পুত্র, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান (ফরেনসিক) ডাক্তার শামছুল ইসলাম ও ইন্জিনিয়ার ফয়জুল ইসলামের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাজ্যের ওল্ডহাম রয়েল হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন চিকিৎধীন থাকার পর (৪ সেপ্টেম্ব) বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ইংল্যান্ড সময় দুপুর ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে সিরাজুল ইসলাম স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাযের সময় পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে।