বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে। আটককৃতরা হলেন- উপজেলার অলংকারি ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মোক্তাদির (৪৫), একই ইউনিয়নের পেশকারেরগাঁও গ্রামের মৃত নজির মিয়ার ছেলে চাদ মিয়া (৩৫) ও বড়খুরমা গ্রামের আবদুল জব্বারের ছেলে ময়না মিয়া (৩৮)। শুকবার রাত সাড়ে ৮টায় উপজেলার পনাউল্লা বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ওই ৩ জুয়াড়িকে আটক করা হয়।